আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে জেলা আ.লীগ সভাপতির শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গত ২৯ অক্টোবর স্বাধীনতা পুরস্কার -২০২০ গ্রহণ করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছে সরকার। পুরস্কার পাওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। শুক্রবার (৩০ অক্টোবর) একবার্তায় তিনি এ অভিনন্দন জানান । আব্দুল হাই বলেন, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জ আওয়ামী লীগের গর্ব। তার এ স্বাধীনতা পুরস্কার (২০২০) পজেটিভ নারায়ণগঞ্জ গড়ার মাইলফলক হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে স্বাধীনতা পুরস্কার দিয়ে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীকে ধন্য করেছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।