সংবাদচর্চা রিপোর্ট : স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারাব পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার ( ১৮ জানুয়ারি) ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এর আগে তারাব পৌরসভার কাউন্সিলর ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ২ নং ওয়ার্ড কাউন্সিলর এড. জসিম উদ্দিন ভুঁইয়া , ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল শিকদার, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, সংরক্ষিত ১ নং (১,২,৩) ওয়ার্ড কাউন্সিলর লায়লা পারভীন, সংরক্ষিত ২ নং ( ৪,৫,৬ ) ওয়ার্ড কাউন্সিলর মাহফুজা বেগম, সংরক্ষিত ৩ নং ( ৭,৮,৯ ) ওয়ার্ড কাউন্সিলর জোসনা বেগম রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় নবনির্বাচিত কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে তাদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।