নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম । গতকাল রাতে রূপসী গাজী ভবনে মন্ত্রীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা জেলার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন। গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপারের সহযোগিতা চান। এর আগে পুলিশ সুপার জায়েদুল আলম গোলাম দস্তগীর গাজীর স্বাস্থ্যের খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, ওসি (অপারেশন) রফিক, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন।
প্রসঙ্গত গত বছর ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ জায়েদুল আলম। এর আগে তিনি মুন্সিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি নারায়ণগঞ্জে বদলি হন।
এর আগে মোহাম্মদ জায়েদুল আলম ২০১৬ সালের ২৫ আগস্ট মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার পদে যোগদান করে তিন বছর তিন মাস এসপি হিসেবে কর্মরত ছিলেন। মুন্সিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমই প্রথম ২০১৭ সালে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট চালু করেন এবং ১০০ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগের মধ্যে দিয়ে প্রশংসিত হোন। এছাড়া মুন্সিগঞ্জ জেলাকে মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন।
চাকরি জীবনে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সহধর্মিনী জেসমিন কেকা বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।