আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রীর নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি করলে দাঁত ভেঙে দেয়া হবে:বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মাদক সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কেউ মন্ত্রীর (গাজীর নাম) নাম বিক্রি করে চাঁদাবাজি করলে দাঁত ভেঙে দেয়া হবে। কোন সন্ত্রাসীদের স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না।

শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাংলার জনগণ বিএনপিকে বর্জন করেছে। নির্বাচনে আওয়ামী লীগ কে জনগণ যে ইমানী দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

মন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ভালো কাজ করলে ক্ষমতায় থাকা যাবে । খারাপ কাজ করলে পতন হবে। আপনারা জনগণের সাথে ভালো ব্যবহার করবেন।

মন্ত্রীত্ব রূপগঞ্জ বাসীকে উ’সর্গ করে গোলাম দস্তগীর গাজী বলেন, আমি ব্যক্তি গাজী একা বস্ত্র ও পাট মন্ত্রী নয়, রূপগঞ্জের প্রত্যেকটা ভোটার বস্ত্র ও পাট মন্ত্রী।

নতুন পরিষদে স্থান দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।