আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রীত্ব পেলেন এমপি গাজী,কাল শপথ


নবকুমার: অবশেষে নতুন মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গোলাম দস্তগীর গাজীর মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। রবিবার মন্ত্রিপরিষদ সচিব গোলাম দস্তগীর গাজী কে ফোন করে শপথ নেয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
গোলাম দস্তগীর গাজী মন্ত্রী সভায় স্থান পাওয়ায় গোটা নারায়ণগঞ্জে উ’সবের আমেজ বইছে। আনন্দে ফেটে পরেছেন রূপগঞ্জের সর্বস্তরের জনগণ। স্বাধীনতার পর এই প্রথম আওয়ামীলীগ সরকার নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী দিলেন। গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ বাসির মুখ উজ্জ্বল করেছেন । যা ওসমান পরিবার করতে পারেন নাই তা গোলাম দস্তগীর গাজী করে দেখিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে গোলাম দস্তগীর গাজী পাট ও বস্ত্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।