সংবাদচর্চা রিপোর্ট:
টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ নতুন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ।
আজ বুধবার বেলা ১২ টার দিকে হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় সেখানে নীরবে দাড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।