আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রণালয়ে গাজী-শামীম-বাবু

সংবাদচর্চা রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ ( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এসময় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শামীম ওসমান এবং নজরুল ইসলাম বাবুর সাথে কুশল বিনিময় করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন। এদিকে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সাংসদকে এই প্রথম মন্ত্রণালয়ে এক সঙ্গে দেখা গেলো। দলীয় এবং বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে তাদের এক সঙ্গে দেখা গেলেও এর আগে কোনো মন্ত্রণালয়ে তারা এক সঙ্গে হয়েছেন কিনা সে সম্পর্কে জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।