আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন হারাতে যাচ্ছেন সেলিম ওসমান প্রার্থী হচ্ছেন পারভিন বা আজমেরী ওসমান!

মনোনয়ন-হারাতে-যাচ্ছেন-সে

মনোনয়ন-হারাতে-যাচ্ছেন-সে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এবার জাতীয় পার্টির মনোনয়ন পাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের স্ত্রী বা পুত্রের একজন। এমনই আভাস পাওয়া গেছে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের একটি সুত্র থেকে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেষ কষছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ-৫ আসন। জাতীয় পার্টি আর আওয়ামীলীগ এই আসন নিয়ে মুখোমুখি হলেও নতুন মাত্রা যুক্ত করেছে এই আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি যদি আলাদা নির্বাচন করে এবং সারা দেশে মনোনয়ন দেয় তাহলে কে পাবেন জাতীয় পার্টির মনোনয়ন? নারায়ণগঞ্জ-৫ আসনে এবার এই দলের মনোনয়নকে টার্গেট করে মাঠে রয়েছেন প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান এবং তার পুত্র আজমির ওসমান। এছাড়া বর্তমান এমপি সেলিম ওসমানতো আছেনই। তাই এই আসনে কে পাবেন জাতীয় পার্টির মনোনয়ন সেটা পরিস্কার নয়। তবে এখানে সম্প্রতি নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান এবং তার পুত্র আজমেরি ওসমান বেশ জোরালো ভাবেই মাঠে নেমেছেন। মা ছেলে প্রচার চালাচ্ছেন। তারা বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান করছেন। সেলিম ওসমান, শামীম ওসমান বা অয়ন ওসমানের সঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে না।

দুই চাচা এবং চাচাতো ভাইয়ের প্রতি এক ধরনের ক্ষোভ নিয়েই তারা মাঠে নেমেছেন বলে জানা গেছে। তবে এই আসনে জাতীয়পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন আজমেরি এবং তার মায়ের সাথে। আর সেলিম ওসমানের সঙ্গে রয়েছেন কিছু ডাকসাইটের নেতা।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের একটি সুত্র জানিয়েছে, এবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাচ্ছেন না বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান। তার স্থলে তারই ভাবি বা ভ্রাতুস্পুত্রকে মনোনয়ন দেয়া হতে পারে বলে জানিয়েছে অই সুত্রটি।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ পারভিন ওসমান ও আজমেরী ওসমানকে ডেকে নিয়ে তাদের সাথে একান্তে আলাপ আলোচনা করেছেন ১লা জুন শুক্রবার। সাক্ষাতকালে নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান ও একমাত্র উত্তরসূরী আজমেরী ওসমানের সাথে কুশল বিনিময় করেন এবং পরিবারের সার্বিক খোজঁখবর নেন সাবেক রাষ্টপতি। সাবেক এই রাষ্ট্রপতির কার্যালয়ের সুত্রে জানা গেছে, মা, পুত্রকে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান এরশাদ।

সূত্র মতে, বাংলাদেশের সাবেক সেনা প্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের খুব আস্থাভাজন ছিলেন নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান। হঠাৎ করেই নাসিম ওসমানকে খুব বেশী স্মরণ হলে তাঁর পরিবারের সাথে সাক্ষাত করার সিদ্ধান্ত নেন। আর এ তলবে সাড়া দিয়ে তারঁ পরিবার হাজির হলে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এসময় নাসিম ওসমানকে নিয়ে র্দীঘ পথচলার নানা স্মৃতিচারণ করেন।

এসম সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, নাসিম ওসমান যে কতটা জনপ্রিয় ছিলো এটা তারঁ কর্মফলই বলে দেয়। এমনি এমনি তো আর চারবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হয়নি। আজ এই রমজান মাসে তাকে খুব বেশী মনে পড়ছে কারণ সে আল্লাহ ভক্ত একটা মানুষ ছিলো। এজন্যই ডেকে আনা।

আর বিশেষ করে আজমেরীকে দেখলে নাসিমের প্রতিচ্ছবি ভেসে আসে। নাসিম আজমেরীর কথা অনেক বলতো। আজ সে নাই এটা ভাবলে অনেক খারাপ লাগে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজমেরি ওসমান ও তার মা পারভিন ওসমান তাদের দু’জনের কেউ একজন আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত।
অন্যদিকে, পার্টি চেয়ারম্যান পারভিন ওসমান ও আজমেরী ওসমানকে ডেকে একান্তে কথা বলায় খুশি নারায়ণগঞ্জের জাতীয় পার্টিও নেতাকর্মীরা।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান এমপি জাতীয় পার্টির হলেও তার দ্বারা জাতীয় পার্টির নেতাকর্মীরা নিগৃহীত। জাতীয় পার্টির নেতাকর্মীরা চাইছেন না আগামী নির্বাচনে সেলিম ওসমান দলীয় মনোনয়ন পাক। তাদের পছন্দের তালিকায় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান ও তার ছেলে আজমেরি ওসমান।

সর্বশেষ সংবাদ