আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ ১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন এমপি গাজী

নবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখোর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের বর্তমান এমপি বিশিষ্ট শিল্পপতি রণাঙ্গনের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোলাম দস্তগীর গাজীর মনোনয়নপত্র উত্তোলন করেছে।

দেখা গেছে গোলাম দস্তগীর গাজীর মনোনয়ন পত্র ক্রয় করতে রূপগঞ্জের সর্বস্তরের মানুষ হাজির হয়েছিলো। তাদের মধ্যে তরুণ ভোটার বেশি ছিলো।

গোলাম দস্তগীর গাজীর মনোনয়ন ফরম উত্তোলন করতে এসে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে গোলাম দস্তগীর গাজীর বিকল্প নেই। আমরা রূপগঞ্জ বাসি বেধেছি জোট, গাজী সাহেব কে দেব ভোট। কোন সন্ত্রাসীর স্থান রূপগঞ্জের মাটিতে  হবে না।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া বলেন, রূপগঞ্জের মাটি, গাজী সাহেবের ঘাটি। আগামী নির্বাচনে কোন ভূমিদস্যু দুর্নীতিবাজের স্থান রূপগঞ্জের মাটিতে হবে না।

গোলাকান্দাইল ইউনিয়নের স্কুল শিক্ষক কামরুল হাসান তুহিন বলেন, আমরা রূপগঞ্জের ৮০ ভাগ মানুষ গোলাম দস্তগীর গাজীকে ভালোবাসি তাই আজ এখানে তার মনোনয়ন ফরম তুলতে এসেছি। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা  গোলাম দস্তগীর গাজীর হাতে নৌকা তুলে দেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।

জানা গেছে আ.লীগের বিভিন্ন জরিপে নারায়ণগঞ্জ ১ আসনে গোলাম দস্তগীর গাজী শক্ত অবস্থানে রয়েছে। এখানে তেমন কোন বিকল্প প্রার্থী নেই।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম,কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী,আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ,সালাউদ্দিন মেম্বার,মো: এমায়েত হোসেন প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ