আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনিরুল -আলেপকে প্রেসিডেন্ট পুলিশ পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

২০১৯ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম ও র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ ২০২০ এর  প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত অন্যান্যদের সঙ্গে মোহাম্মদ মনিরুল ইসলাম ও আলেপ উদ্দিনকে মেডেল পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সহ উর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম `রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা` এবং র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন `রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা` ক্যাটাগরিতে এই পুরষ্কার পেলেন।