আজ সোমবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসায় নবীন বরন অনুষ্ঠিত

মদনপুর রিয়াজুল উলুম

মদনপুর রিয়াজুল উলুম

বন্দর প্রতিনিধি: বৃহস্পতিবার বন্দরের মদনপুর রিয়াজুল উলুম আলীম মাদ্রাসার ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের আলীম ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব মোঃ আক্তার হোসেন ভূঁইয়ার  সভাপতিত্বে  বক্তব রাখেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম বাহার।তিনি  বলেন এই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের চারিত্রিক গঠনে উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছি তোমরা মোবাইল ফোনে ফেইসবুক ইমু ইত্যাদি অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে বছরের শুরুতেই লেখাপড়ায় মন দেও।

অভিভাবক সদস্য কাজী কবির হোসেন বলেন প্রত্যেক দিন মাদ্রাসায় আসতে হবে অন্যথায় অভিবাবক দের মোবাইল ফোনে জানানো হবে প্রয়োজন পরলে বাসায় যাব। আরবী প্রভাসক কাজী নেছার উদ্দিন বলেন আজকে আমরা শিক্ষক। তোমরা লেখাপড়াকরে একদিন আমাদের মত শিক্ষক হবে এবং দেশ,জাতী ও ধর্মের কল্যানে কাজ করবা। সর্বশেষে মাদ্রাসার প্রাক্তন ম্যানেজীং কমিটির সভাপতি সদস্য ও বর্তমান সভাপতি সদস্য ও মাদ্রাসার সুফল কামনা করে সবার জন্য দোয়া করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম বাহার ।

স্পন্সরেড আর্টিকেলঃ