পিরোজপুর প্রতিনিধি ॥ মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে শহরের সমবায় সুপার মার্কেটের খাদিজা ফার্মেসী থেকে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এহসানুল হক মন্টু (২৯)কে ৭৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মন্টু উপজেলার ধানীসাফা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।
অপর দিকে ওই দিন সন্ধ্যায় শহরের দক্ষিণ বন্দর গরুহাটা এলাকা থেকে ইমরান খানকে (২৫)কে ১৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। ইমরান দক্ষিণ বন্দর এলাকার জামাল খানের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে ওই মাললায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।