আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী বর্ষবরণের উদ্বোধন ও মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা

রূপগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলা নববর্ষকে বরণ করে নিতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা চত্বরে বৈশাখী মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলে আজ বাঙালি সাংস্কৃতি টিকে আছে। ধর্মান্ধ মৌলবাদী শক্তি বাঙালি সাংস্কৃতি ও সভ্যতাকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছে।সকল অশুভ শক্তিকে  রুখে দিতে হবে।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে শেষ হয়।

এ সময় গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ সহ দেশ বাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।