আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হবে

নবকুমার:

জাতীয় পাট দিবস ২০১৯ উ’যাপন উপলক্ষ্যে আগামী ৫ মার্চ মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের উদ্যোগে র‌্যালীর আয়োজন করা হয়েছে। র‌্যালীতে পাট চাষী ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গেছে র‌্যালীতে নেতৃত্ব দেবে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। ইতোমধ্যে রাজধানী বিভিন্ন ভবনসহ গুরুত্বপূর্ণ সড়কে আলোকসজ্জা করা হয়েছে। র‌্যালীটি রাজধানীতে অনুষ্ঠিত হবে। এছাড়া সারা দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র‌্যালী করার কথা রয়েছে।

উল্লেখ্য আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।