চট্টগ্রাম ৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারে সংসদ সদস্য জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এক শোক বার্তায় গোলাম দস্তগীর গাজী জানান , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মইন উদ্দীন খান বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একজন কিংবদন্তি রাজনীতিককে হারালো। তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এবং রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।