ভোলায় জিহাদী বই সহ ১১ শিবির কর্মী আটক
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: গোপন বৈঠকের সময় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন থেকে ১১ শিবির কর্মীকে আটক করেছে ভেলুমিয়া ফাড়িঁর পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার সময় ভেলুমিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মৃত নজরুল ইসলাম এর বাসায় গোপন বৈঠক করছিল শিবির কর্মীরা। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তা জানতে পেরে নিকটস্থ ভেলুমিয়া পুলিশ ফাড়িঁতে জানায়।
এসআই গোলাম মাওলা এর নেতৃত্বে পুলিশের সদস্যরা মিলে ঐ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই এবং ১১ জন শিবির কর্মীকে আটক করেন।
ভেলুমিয়া ফাড়িঁর ইনচার্জ গোলাম মাওলা জানান, স্থানীয় ছাত্রলীগ ও য়ুবলীগ নেতারা আমাকে সংবাদ দিলে তাতক্ষনিক আমি এবং আমাদের পুলিশ সদস্যরা মিলে নজরুল ইসলামের বাসায় অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই সহ ১১ শিবির কর্মীকে আটক করি। আটককৃতরা জিজ্ঞাসাবাদে সত্যতা শিকার করেছে।