আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার মেঘনায় অভিযানে জালসহ ৪৬ জেলে আটক

ভোলার মেঘনায়

ভোলার মেঘনায়

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৪৬ জেলেকে আটক করেছে দক্ষিন জোন কোস্টগার্ড ও জেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলার তুলাতলি সহ মেঘনার কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা ৯ টি ট্রলারসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: কামাল হোসেন প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। আটকৃত জেলেদের বাড়ি ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জান বলেন, আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত জালগুলো তুলাতলি ঘাটে পুড়িয়ে দেয়া হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ