আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলাইলে ছিদ্দিক হত্যা মামলার আসামী গ্রেফতার

ফতুল্লায় মাদক সেবন কে কেন্দ্র করে ছিদ্দিক মিয়াকে হত্যা মামলার পলাতক আসামী  সালাউদ্দিন সালুকে গ্রেফতার করেছে পুুলিশ। সোমবার সকালে ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত হাসানুজ্জামান ও তার টিম ভোলাইল অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।পরে সালুকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। সালুর নামে ফতুল্লা থানায় ৯ টি মাদক সহ অন্যান্য মামলা রয়েছে । এছাড়া তার নামে ২ টি জিআর ও ২ টি সিআর ওয়ারেন্ট মূলতবী রয়েছে ।

ফতুল্লা থানায় ছিদ্দিক মিয়াকে হত্যা মামলা নং- ৩৯(০৬)১৯ ধারা ৩০২/২০১/৩৪।  এ মামলার অন্য আসামীরা হলেন  আসামী আবু বক্কর (৩৫), বিপ্লব (৩২), মোজা (৩০)। আসামী আবু বক্কর কে গ্রেফতারের পর সে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। তাতে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। মামলার ভিকটিম সিদ্দিক মিয়া কে  হত্যা করে  তার লাশ পাশের কাশবনের মধ্যে গুম করে আসামীরা।