ভারতের লোকসভা নির্বাচনে নিজ দলে ভোটার টানতে নতুন কৌশল অবলম্বন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কলকতার বিভিন্ন জনসভায় সাড়া জাগানো টালিউড অভিনেত্রী নুসরাত জাহান কে নিয়ে যাচ্ছেন । তাতে তৃণমূলের প্রতি ভোটার আকৃষ্ট হচ্ছে।
পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক হারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই তারকা।
রাজনীতির মাঠে নুসরাতের এমন শ্রম ও আগ্রহ দেখে মুগ্ধ দলের প্রধান মমতা ব্যানার্জি। নুসরাতের বাকপটুতায় বেশ খুশি তিনি।
যে কারণে বসিরহাটের বাইরেও বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারণার কাজে যাচ্ছেন তৃণমূল নেত্রী।
সেখানেও কথার ফুলঝুড়ি মেলে বসেন নুসরাত। সিনেমার নায়িকাকে দেখতে ও তার কথা শুনতে চলে আসেন ভোটাররা।
এবার সেসব ভোটারদের মন জয় করতে নয়া কৌশল নিলেন নুসরাত।
নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের তিনি বললেন, ‘আমি কিছুই নই। আমাকে ভোট দিতে হবে না।’
প্রার্থীর মুখে এমন কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে যান। এভাবেই সবার দৃষ্টি কেড়ে নেন তিনি।
ঠিক তখনই তিনি তৃণমূল সভাপতিকে দেখিয়ে বলেন, ‘আমি কেবল প্রার্থী মাত্র। রাজ্যবাসী নিজেদের ভবিষ্যত সুদৃঢ় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।’
রোববার ভোটের প্রচারে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
নুসরাত বলেন, ‘ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার, এ রাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না। তৃণমূলই পশ্চিমবঙ্গে ভোট পাওয়ার যোগ্য।’ এ সময় নুসরাত জানান, ‘আমাকে ভোট দিতে হবে না। ভোট দিন মমতা ব্যানার্জিকে। আমাকে শুধু দোয়া ও আশীর্বাদ করুন।’