আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

ভোট দিলেন আ.লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম

ভোট দিলেন আ.লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম

সংবাদচর্চা রিপোর্ট:

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ,  বিকেল ৪টায় শেষ হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

বৃষ্টি উপেক্ষা করেই ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে তারা এক এক করে ভোট দিতে থাকেন।

প্রায় এগারো লাখ আটত্রিশ হাজার ভোটারের নগরে আওয়ামী লীগ ও বিএনপিসহ মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ২৫৬ ও সংরক্ষিত নারী আসনে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট নেয়া হচ্ছে। এরমধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে নগরজুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে র‌্যাব, পুলিশের পাশাপাশি ২৯ প্লাটুন বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।