আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভোলা জাতীয় দুর্যোগ

 

ভোলা জাতীয় দুর্যোগজুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: “জানবে বিশ্ব মানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১০মার্চ) বোরহাউদ্দিন উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।

র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোরহাউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আ: কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্ল্যাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম নাজমুস সালেহীন, ঘুর্নিঝর প্রস্তুত কমিটির চেয়ারম্যান শাজাহান মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: বশির উল্যাহ, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।