আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেজাল খাদ্যের প্রতিবাদে না.গঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: খাদ্যে ভেজাল মিশানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে মানববন্ধন পালন করা হয়েছে । সোমবার সকালে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন   যারা খাদ্যে বিষ দেয় তারা বিষ সন্ত্রাসী। যারা খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তারা অল্প সংখ্যক। তাদের হাতে দেশের ১৬ কোটি মানুষ কখন জিম্মি থাকতে পারে না। প্রতিবছর দেশের ৪৫ লাখ মানুষকে ওরা পঙ্গু করে দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই এখনই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।