রূপগঞ্জ উপজেলার ভূলতা ,মুড়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া আদুরিয়া এলাকায় একটি স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ভোটার আইডি কার্ড রাখার কোনো ব্যাখ্যা দিতে না পারায় দোকান মালিককে ১টি মামলা দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ( ২৪ জুন) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। সরকারী নিদেশ অমান্য করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।