ফতুল্লার ভুইগড়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে আসল পুলিশ। শনিবার বিকালে এই ঘটনা ঘটে। এসময় ভুয়া পুলিশ সদস্যের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল ও দুইটি ওয়ালেস উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন সংবাদচর্চাকে জানান, আটক ভুয়া পুলিশ সদস্যের নাম শামীম । তার বাড়ি কুড়িগ্রাম জেলার অলিপুর থানায়। আসামির কাছ থেকে দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।