দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুল তদন্তের কারণে এক নির্দোষ ব্যক্তির সাজা হয়। এর দায় স্বীকার করে হাইকোর্টে ক্ষমা চেয়েছে দুদক।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রায় দেবেন হাইকোর্ট। রায়ের জন্য এ দিন ধার্য করেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ।
এসএসসি পরীক্ষার জাল সনদ নিয়ে এইচএসসিতে ভর্তি হন নোয়াখালীর কামরুল ইমলাম নামে এক ব্যক্তি। ওই ঘটনায় দুদকের করা মামলায় প্রকৃত আসামি কামরুলের পরিবর্তে আরেক কামরুলকে পাঁচ বছরের জেল দেন নোয়াখালীর বিশেষ আদালত।এরপর দণ্ডিত ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট দুদকের বক্তব্য জানতে চান। এরপরই দুদক হলফনামা দিয়ে বলে, তাদের তদন্তের ভুলে ওই ব্যক্তির সাজা হয়।