আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা

রূপগঞ্জে ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় গোলাকান্দাইল আজিজ মার্কেট ঘরোয়া কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহিন ফরাজী বলেন, নিরাপত্তা প্রহরীদের গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আর ২ লাখ টাকার অতিরিক্ত টাকা উত্তোলন করলে পুলিশের সহযোগিতা দেয়া হবে। এতে পুলিশকে কোন টাকা দিতে হবে না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ২৬ টি শাখার করমকর্তা, সাংবাদিক আলম হোসেন ও সাত্তার আলী সোহেল প্রমুখ।

সর্বশেষ সংবাদ