আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুলতা-ডহরগাঁওসহ ৪ ইটভাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও, সাওঘাট, ভুলতা ও মাহনা এলাকায় অবস্থিত ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানা হিসেবে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয় । ইটভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স মেসার্স নিউ জেনারেশন ক্লে ব্রিকস (ডহরগাঁও), মেসার্স ইসলাম ব্রাদার্স ব্রিক ফিল্ড, মেসার্স এস রহমান ব্রিকস- ৩ (ভুলতা), মেসার্স নূর মদিনা ব্রিকস ( মাহনা)। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

বুধবার ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তর (সদর দপ্তর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।