আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূলতায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ শ্রাবন, ২৬ জুলাই) বৃক্ষ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খাঁন, জিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল সহ অনেকে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, বৃক্ষ ছাড়া মানব জীবন অচল। সবাই কে বৃক্ষ রোপন করতে হবে। আমাদের চারপাশে যে খালি জায়গা আছে সেখানে বৃক্ষ রোপন করতে হবে। বিশেষ করে ফলদ বৃক্ষ। ফল আমাদের ভিটামিনের চাহিদা মেটায়। গাছপালা আমাদের অক্সিজেন সরবারাহ করে।

উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বে প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। আমাদের দেশে তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। মানুষের রোগবালাই  বাড়ছে। স্বাস্থ্য ঝুকিতে পড়ছে হাজার হাজার মানুষ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা সারা দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করছে। সরকারের একার পক্ষে বনভূমির পরিমান বৃদ্ধি করা সম্ভব নয়। জনগণকে এগিয়ে আসতে হবে।

গোলাম দস্তগীর আরো গাজী বলেন, নারায়ণগঞ্জে বনভূমির পরিমান দিন দিন কমে যাচ্ছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ দূষিত হচ্ছে নারায়ণগঞ্জে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই আমাদের পরিবেশ রক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা নতুন প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশে গড়ে তুলব।

এছাড়া মেলার আয়োজন করে রূপগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গোলাম দস্তগীর গাজী ফলদ বৃক্ষ বিতরণ করেন। পরে বিভিন্ন ফলের স্টল ঘরে দেখেন তিনি।