রাজনৈতিক প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজিবের নির্দেশে সদর থানা ছাত্রদল নেতা রুহুল আমিন সিটি কর্পোরেশনের ১২ ও ১৩ নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহয়তা প্রদান করা হয়। চলমান এ কার্যক্রমের সাবির্ক সহযোগিতায় থাকা মহানগর ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমন বলেন, দলের জন্য যারা সবসময় ছিলো নিবেদিত প্রাণ এবং সবসময় দলের স্বার্থে যারা মাঠে ছিলেন তাদেরকে সহয়তা করাই আমাদের মূল উদ্দেশ্যে। পূর্বের যেভাবে সমসময় ছাত্রদল মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও তেমনি থাকবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসি এবং বিএনপি মানুষের পক্ষে তাদের অধিকার বাস্তবায়নের রাজনীতি করে।
একই বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজিব বলেন, এই মুহুর্তে সকলেরই এগিয়ে আসা প্রয়োজন। যার যা সামর্থ্য আছে তা নিয়েই মানুষের পাশে দাঁড়ানো এখন সকলের কর্তব্য। সেই ধারাবাহিকতায় বিএনপিও চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই ধারা অব্যহত থাকবে।
এসএমআর