আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করলেন হাছিনা গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভায় দরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮মে) সকালে  তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী এ চাউল বিতরণের উদ্বোধন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুদা দারিদ্র শোষণ মুক্ত সোনার বাংলা গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বহিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। এদেশ মন্দা দূর হয়েছে। খাদ্য উৎপাদন বহু গুন বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ধনী গরবী সবাই যাতে নির্ভিগ্নে ইদ উদযাপন করতে পার তার জন্য সরকার গরীবদের সহায়তা করছে। হাছিনা গাজী সরকারের পাশাপাশি  ইদে গরীবদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

জানা গেছে তারাব পৌর সভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ, বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাদুন তারাব পৌরসভা কার্যালয়, নোয়াপাড়া পৌর মাধ্যমিক বিদ্যালয় ও দীঘিবরাব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ হাজার ৬শ’ ২১ টি পরিবারের মাঝে এক যোগে  ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয় আজ।

এছাড়া হাছিনা গাজী মৈকুলী এলাকায় সড়ক উন্নয়ন কাজ প‌রিদর্শন ক‌রেছেন।