নবকুমার:
বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৭১ সালে আমাদের স্বাধীযুদ্ধে প্রেরণা যুগিয়েছে। বাঙালির ভাষা আন্দোলন পৃথিবীর সকল মাতৃভাষাপ্রেমীদের প্রাণের শেকড়।
বুধবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছিনা গাজী বলেন , বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পাকিস্থানী হায়েনার দল নানা ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই। বিশ্বের দরবারে বাঙালি সংস্কৃতি আজ মাথা উচু করে দাড়িয়েছে।
তিনি বলেন, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান হাছিনা গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল।