নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, ভাল ছাত্র নয়, ভাল মানুষ হওয়া সবচেয়ে বেশী প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে। স্কুলে যেন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে। খেলাধুলা থেকে দূরে থাকলে তারা মাদক ও নানা খারাপ কাজে জড়িয়ে পড়বে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ বার একাডেমী মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক থ্রিডি স্কেল বিতরণ শেষে এক আলোচনা সভায় ডিসি এসব কথা বলেন।
তিনি প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন একটি ভাল কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রতিদিন মা-বাবাকে আন্তরিক ভাবে কাজে সহযোগিতা করবে। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে শিক্ষকদেরও দায়িত্ব নেয়ার আহবান জানান জসিম উদ্দিন ।
নারায়ণগঞ্জ বার একাডেমীর প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে থ্রিডি স্কেল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা মাদককে না বলি। আমরা আমাদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ সাধন করি। আগামী দিনের সুন্দর বাংলাদেশের নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জন করি। এটাই হোক সবার অঙ্গীকার।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হাসান বিন আলী বলেন, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সুশিক্ষার প্রয়োজন রয়েছে। তাই সকলকে ভালোভাবে লেখাপড়া করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জেলা তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ।
সহকারী জেলা শিক্ষা অফিসার আফরোজা বানু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে হবে এবং সুশৃঙ্খলের মাধ্যমে শিক্ষার পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী থ্রিডি স্কেল বিতরণ হয়েছে ।