আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালো নেই শ্রমিক

সংবাদচর্চা রিপোর্ট
মে দিবস শ্রমের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার চির প্রেরণার মহান দিন  । ১৮৮৬ সালের এ দিন বঞ্চনা আর শোষণের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শ্রমজীবীরা। শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।

শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভসমুদ্রে। এক লাখ ৮৫ হাজার নির্মাণশ্রমিকের সাথে আরো বহু বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝা-া হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। ওই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দেয়া হয়। ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭২ সালে মে দিবসকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালনের স্বীকৃতি দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পর থেকে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়ে আসছে। এবার করোনা ভাইরাসের কারণে মে দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জে শ্রমিকরা ভালো নেই। করোনাভাইরাসের কারণে সরকারী বেসকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাইন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলাকে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। তারা বেতনের দাবিতে রাস্তায় আন্দোলন করছে। তারপরও তারা অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না। বর্তমানে অধিকাংশ শ্রমিকের ঘরে খাবার বা চাল নেই। রাতের আধারে রাস্তায় ব্যাগ নিয়ে ঘোরে দরিদ্র খেটে খাওয়া মানুষ।

স্পন্সরেড আর্টিকেলঃ