আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে সকলের এইডস হয়ে যাবে : রাখী

অনলাইন ডেস্ক ঃ     ভারতে কনডমের বিজ্ঞাপন নিয়ে বেশ কয়েকদিন হলো আলোচনা-সমালোচনা চলছে।সরকার নিয়ম করে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কনডমের বিজ্ঞাপন দেখানো যাবে না বলে নিয়ম করে দিয়েছে।

ঠিক এই সময়েই   রাখী সাওয়ান্তের কনডমের বিজ্ঞাপনও আসছে। তবে তার আগেই সরকারি নির্দেশ বলবৎ হওয়ায় রেগে গেছেন রাখী। এই বিতর্কে মুখ খুলে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন কনডমের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে ভারতে সকলের এইডস হয়ে যাবে। বাচ্চারা রাতে শুয়ে পড়বে। ওরা জানবে না এর ব্যবহার কী? আর সরকার চাইছে ভারতে সকলের এইডস হোক। আর যদি তা অশ্লীল মনে হয় তাহলে তা সেন্সর করা উচিত, বন্ধ নয়।

রাখী আরো বলেছেন, কনডমের বিজ্ঞাপন যত বেশি সম্ভব হওয়া উচিত। তাহলেই লোকে জানবে এইডস থেকে বাঁচতে সুরক্ষিত যৌনজীবন কীভাবে করতে হবে। আর এর বিজ্ঞাপন করে আমি একটি সামাজিক সেবা করছি।

তিনি বলেন, সানি লিওনের বিজ্ঞাপন চলেছে, সরকার কিছু বলেনি। বিপাশা বসুর বিজ্ঞাপন চলেছে তা বন্ধ করা হয়নি। তো  আমার বেলায় কেনো এই নিয়ম ।