আন্তর্জাতিকচর্চা :
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সংকটজনক অবস্থায় নয়াদিল্লির এইমসে হাসপাতালে করা হয়েছিলো। গত দু’দিন ধরে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন ৷
বুধবার রাত থেকেই অবস্থার আরও অবনতি ঘটে তার ৷ বুধবার বিকেলে এইমসে বাজপেয়ীকে দেখতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
জানা যায়, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ছিলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী৷ কিন্তু গত ১১ জুলাই থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ মূত্রনালীতে সংক্রমণ, শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।