আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে বস্ত্র ও পাট মন্ত্রীর যোগদান

নবকুমার:

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার পার্টিতে যোগদান করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বরিবার (২৬মে) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে ভারত- বাংলাদেশের সু সম্পর্ক  বৃদ্ধি সহ  দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, শিল্পমন্ত্রী হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, খালিদ মাহমুন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি সহ অনেকে।

অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।