উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দু সংস্কৃতির কারণে ভারতে বসবাসকারী মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী ।
তিনি বলেন, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়। যারা ভারতে বাস করেন, এটি তাদের সংস্কৃতি।
শনিবার ওড়িশায় বুদ্ধিজীবীদের এক সমাবেশে আরএসএস প্রধান এসব কথা বলেন।
মোহন ভাগবত বলেন, ইহুদিরা যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন ভারতই একমাত্র দেশ, তাদের আশ্রয় দিয়েছিল। পার্সিরা তাদের ধর্মীয় আচার স্বাধীনভাবে পালন করতে পারেন একমাত্র ভারতেই। ভারতের মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে সুখী৷ কেন? কারণ, আমরা হিন্দু।
আত্মপরিচয় নিয়ে হীনমন্যতায় না ভোগার পরামর্শ দিয়ে উগ্র হিন্দুত্ববাদী এ নেতা বলেন, এটা আমাদের হিন্দু রাষ্ট্র। ভারতের অনেকে তাদের হিন্দু পরিচয় দিতে লজ্জা পান। আবার অনেকেই আছে যারা হিন্দু পরিচয় দিতে গর্ববোধ করেন। আসলে কিছু মানুষ নিজেদের হিন্দু পরিচয় লুকানোর চেষ্টা করেন, স্বার্থসিদ্ধির জন্য।