আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লম্পট দেবরের গোপনাঙ্গ কেটে নিয়েছেন ভাবী। শনিবার গভীর রাতে দিকে দেবর মনির হোসেন তাঁর বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গেলে কৌশলে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন ভাবী।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে।
হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, বুরুমদী গ্রামের গ্রামের মৃত সাদেকুর রহমানের ছেলে তাজুল ইসলাম দীর্ঘ ছয় বছর ধরে দুবাই প্রবাসে আছে। দুই সন্তানসহ তার স্ত্রী বাড়ীতেই থাকে। দেবর মনির (৩০) দীর্ঘ দিন যাবত সুমাইয়ার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যার্থ হয়। শনিবার রাতে সে ঘুমন্ত অবস্থায় সুমাইয়াকে জোর পূর্বক ধর্ষণ করতে যায়। এ সময় সুমাইয়া আগে থেকে প্রস্তুত রাখা ধারালো ব্লেড দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে দেয়। তার চিৎকার শুনে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান জানান, লিঙ্গটি ব্লেড দিয়ে আঘাত করায় প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে । হাসপাতালে আনার পর আশঙ্কাজনক অবস্থার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান , এ রকম শুনেছি। কোন অভিযোগ পাই নাই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।