নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে গভীররাতে দুই বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর চালিয়ে লুটপাট ও অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৬মে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আতাদী গাংপাড়া এলাকার ইকবাল হোসেনের পৈত্রিক সম্পত্তিতে নতুন একটি বাড়িতে নবনির্মিত একটি টিনের ঘরে একই এলাকার আবেদ আলী, স্বপন, সাধু মিয়াসহ ১৫/১৬ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভাঙচুর করে আংশিক মালামাল লুট করে নিয়ে যায়। এ সংবাদ শুনে ইকবাল হোসেনসহ তার বাড়ির লোকজন পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে চলে আসে। এ সুযোগে বাড়ি খালি পেয়ে সন্ত্রাসীরা ইকবাল হোসেন ও তার ছোট ভাই ইব্রাহিমের ঘরে ভাঙচুর চালায় এবং বাড়িঘরে লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা ইকবালের ঘরে তার দলিল, মূল্যবান কাগজপত্র ও মালামাল দরজার সামনে এনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
গৃহকর্তা ইকবাল হোসেন জানান, প্রতিবেশী আবেদ আলীর সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মোকদ্দমা হলে তার নতুন বাড়িতে আদালত স্থিতিবস্তা জাড়ি করে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসীরা তার দু’টি বাড়িতে হামলা চালায়।
অপর দিকে আবেদ আলীর সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি এমএ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।