আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মন্দী ৩ নং ওয়ার্ডের মেম্বার হয়ে সেবা করতে চান সোহেল

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ২৬ শে ডিসেম্বর ইউপি নির্বাচনে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার হয়ে জনগনের সেবা করতে চান সোহেল আহমেদ। তিনি ওই ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মুকবুল হোসেনের ছেলে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন যাবত এলাকার গরিব দুঃখি মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছেন। প্রতিদিনই এলাকার মুরুব্বি এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠক সহ গনসংযোগ করছেন। সোহেল আহমেদ ৩নং ওয়ার্ডের সকল মেম্বার প্রার্থীদের থেকে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। এলাকার বিভিন্ন মাদ্রাসা, মসজিদের উন্নয়ণ কাজে অনুদান এবং সমাজের বিভিন্ন কাজে তার রয়েছে বিশেষ অবদান। এসব কাজের জন্য সাধারন জনগনের কাছে ইতিমধ্যে তিনি ওই ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সোহেল আহমেদ জানান, আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি তাহলে আমার নেতা সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সাহায্য এবং সহযোগীতায় ৩নং ওয়ার্ড বাসীর উন্নয়নে কাজ করে যাব। এছাড়াও ব্রাহ্মনদী ইউনিয়নের সাবেক এবং বর্তমানে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়ার অনুপ্রেরণায় কাজ করে যাব। তিনি আরো জানান,আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহতে রাখতে একজন আওয়ামীলীগের ক্ষুদ্র কর্মী হয়ে কাজ কর যেতে চাই।