আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নারায়ণগঞ্জের ৬ যুবক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারায়ণগঞ্জের ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোর যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট ছয় জন নিহত হন। ঘটনার পর পরই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

 নিহত ছয়জনের নাম পরিচয় জানিয়েছে হাইওয়ে পুলিশ। তারা হলেন মাইক্রোবাসের চালক সোহান (২০), হারুন মিয়া (৪০), শাকিল মিয়া (২৫), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন মিয়া (১৯)। গুরুত্বর আহত হন অপর ৪ যাত্রীকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা হলেন শাহিন (৩০), বিজয় (২২), আবির (৩৫) ও জিসান (২৫)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হতাহতরা সবাই নারায়ণগঞ্জের বন্দর থানার চৌপাড়ার দেউলি গ্রামের বাসিন্দা। তারা মাইক্রোবাসে করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে যাচ্ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার এসএম শামীম জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আগুন নেভান। পাশাপাশি যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালান। মাইক্রোবাসটিতে আগুন ধরে যাওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই মাইক্রোটিতে আগুন ধরে যায়।

সর্বশেষ সংবাদ