নিজস্ব প্রতিবেদক:
কোয়ার্টার ফাইনালে যাবার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মেক্সিকো। যদিও ইতিহাস ও ফর্ম বলছে, মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরুতে ব্রাজিলের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু এবারের বিশ্বকাপে ছোট দল আর বড় দলের মধ্যে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। যার প্রমাণ গ্রুপ পর্বেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বাদ যাওয়া গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। যারা এবারো বিশ্বকাপের বড় দাবিদার ছিল।
এবার দেখে নেওয়া যাক দুদলের আজকের সম্ভাব্য একাদশ :
ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; ফাগনার, সিলভা, মিরান্ডা, লুইজ; পাওলিনহো, কৌতিনহো, কাসেমিরো; উইলিয়ান, হেসুস, নেইমার।তবে কার্সেলো নামতে পাড়ে।
মেক্সিকো (৪-২-৩-১): ওচোয়া; সালসিদো, আয়ালা, গায়ার্দো, আলভারেজ; লায়ুন, গুয়ার্দাদো; ভেলা, হেরেরা, লোজানো; চিচারিতো।
সামারায় আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-মেক্সিকো।
বিশ্বকাপে এর আগে চার বার দেখা হয়েছিল ব্রাজিল-মেক্সিকোর। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রাজিল, একটি ড্র। খায়নি কোনো গোলও। মেক্সিকো নিয়মিত শেষ ষোলোতে উঠলেও সেখান থেকে বাদ পড়াটাই তাদের নিয়তি হয়ে গেছে। সেখান থেকে আজ তারা নতুন কিছু করে দেখাতে চায়। অন্যদিকে ব্রাজিলও তাদের জয়ের ধারা ধরে রাখতে চায়।