ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ খেলার পরেও ম্যাচটি জিততে পারেনি নেইমারবিহীন ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বে আজ (বুধবার) সকালে ম্যাচটি শুরু হয়। তিন বার প্রতিপক্ষের জালে বল পাঠালেও অফসাইডের কারণে ভেস্তে যায় গোলগুলো।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করা ব্রাজিল পঞ্চদশ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ডেভিড নেরেস। প্রথমার্ধের বাকি সময়ও আক্রমণে ছিল না তেমন ধার। ফলে ভেনেজুয়েলার রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও বিরতির আগে গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তিতের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিল। ৬০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন রিশার্লিসনের বদলি নামা ম্যানসিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। শেষ দিকে এভারটনের কাটব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেছিলেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনহো। এবারও ভিএআর প্রযুক্তি ব্যবহার করে গোল দেননি রেফারি।
কৌতিনিহোর কাছে বল যাওয়ার আগে তা ফিরমিনোর হাতে লেগেছিল বলে মনে হয়েছে। আর পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে টুর্নামেন্টটির আটবারের চ্যাম্পিয়নরা।