নিজস্ব প্রতিবেদক : কাজ নেই, আয়-রোজগার নেই। খরচ আছে। যারা দিন আনে, দিন খায়; কাজ না করলে একদিনও চলে না, তারা এখন দিশেহারা। করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম বন্ধের নির্দেশনা সর্বত্র। ফলে বেকার হয়ে পড়েছে স্বল্প আয়ের অসংখ্য শ্রমজীবী মানুষ। হাত গুটিয়ে বসে আছে তারা।
বক্তাবলীর দিনমজুর রহিম মিয়া। সারে ৪শ টাকা রোজে মাটি কাটার কাজ করেন ট্রলারে করে। তিনি জানান, করোনা পরিস্থিতির আগে মাটি কাটার কাজ করে পরিবার নিয়ে কোনরকম দিন কাটতো ইটের ভাটায়। বর্তমানে ইটের ভাটা বন্ধ হয়ে যাওয়া চরম বিপাকে পরেছেন তিনি। বিগত কয়েকদিন আত্মীয়ের সাহায্যে দিন কাটলেও বর্তমানে খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে পেটে ভাত জোগাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত।
জনপ্রতিনিধি বা সরকারী কোন সহয়তা পেয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, ৫ কেজি চাল, ১কেজি ডাল আর পেয়াজ দিয়েছিলো এলাকার মেম্বার। এর পাশাপাশি আর কিছু যোগান দিতে প্রয়োজন অর্থ কিন্তু তার কাছে নেই সে অর্থ বলেই কেদে দেন রহিম মিয়া।