আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যবসা না করলে রাজনীতি টিকবে না: মন্ত্রী গাজী

নবকুমার: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার মতো দেখতে হবে। যারা রাজনীতি করো, তারা ভালো ব্যবসা করতে হবে। ব্যবসা না করলে রাজনীতি করবেন কি করে? বসে খাবেন তা চলবে না। চাঁদাবাজি করা যাবে না। সুতরাং রাজনীতির পাশাপাশি ব্যবসা করবেন। যাতে আপনি রাজনীতিও ভালো মতো করতে পারেন, ব্যবসাও ভালো করতে পারেন। দুইটাই পাশাপাশি করতে হবে। নইলে আপনার রাজনীতি টিকবে না। আমার রাজনৈতিক নেতাকর্মীরা যারা ব্যবসা করবেন তাদের আমি উৎসাহিত করব। সবাই ব্যবসা করবেন।

বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডেমরাতে ওয়ালটন প্লাস শো-রুম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, আওয়ামী লীগ নেতা শ্রী রবি, ইউপি সদস্য মহিউদ্দিন, ওমর ফারুক, রেহেনা আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিক ইকবাল,সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপু সহ অনেকে।

পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফিতা কেটে ডেমরাতে ওয়ালটন প্লাস শো-রুমের শুভ উদ্বোধন করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ