আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় বিল্লাল হোসেন(৫০) নামের এক মুদি ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল হোসেন কলতাপাড়া এলাকার মৃত রেহাজউদ্দীনের ছেলে।
নিহতের ছোট ভাই মোঃ আহম্মদ জানান,গতকাল রবিবার রাত আনুমানিক ৮টার দিকে ওয়াজে যাবে বলে দোকান বন্ধ করে আর বাড়ী ফিরে আসেনি।পরবর্তীতে বিভিন্ন জায়গায় খুঁজে আজ সোমবার সকাল ১০টায় বাড়ীর পাশে ঝোপঝাড়ে তার মাথা বিহীন রক্তাক্ত লাশ পরে থাকতে দেখেন তার ছেলে ফয়সাল।
নিহতের স্ত্রী রুমা বেগম জানান, প্রায় ৪বছর ধরে স্থানীয় বুলবুল মার্কেটে দোকান নির্মাণ নিয়ে প্রতিপক্ষ বুলবুলের ছেলে স্বপন গংদের সাথে মামলা চলমান আছে।হয়তো প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে বলে দাবী নিহতের পরিবারের।  
খবর পেয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম সহ তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন,মস্তকহীন এক ব্যবসায়ীর লাশ পাওয়ার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশের মাথা বিচ্ছিন্ন থাকায় মাথা উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।