সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়ণগঞ্জে আলোচিত চাঁদাবাজির ঘটনায় বর্তমান জেলা পুলিশ সুপারের উদ্যোগে বিশেষ অভিযান চলমান রয়েছে। এছাড়া চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয় কাউন্সিলর আব্দুল করিম বাবু ও ব্যবসায়ী জয়নাল আবেদীন। তবে পালিয়ে বেড়ানো সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন অধরা থেকে যায়।
এসকল রাঘব বোয়ালদের বিষয়ে জেলা পুলিশ ব্যবস্থা নিলেও অধরা রয়েছে চাঁদাবাজির মামলার সহযোগী আসামীরা। এসকল সহযোগিরা বিভিন্ন স্থানে গোড়া ফেরা করছে। এসকল সহযোগীরা বোয়ালের স্পর্শ পেলে আবার হিং¯্র হয়ে উঠবে। রাঘব বোয়ালের পাশাপাশি পোনা সহযোগিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হলে চাঁদা কমে আসবে বলে মনে করছে নগর বাসি।
কেন চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে না জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচাজ ওসি কামরুল ইসলাম বলেন, তাদের সাক্ষী নেয়া হচ্ছে । এছাড়া কেউ আইনের বাইরে নয় যে সকল চাঁদাবাজি মামলায় অভিযুক্ত আসামীরা রয়েছে তাদের কেউ ছাড় পাবে না। সকলেই আইনের আওতায় আনা হবে।
এছাড়া ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম বলেন,ভূইগড় রূপায়ন টাউনের ঘটনায় দায়ের করা মামলায় আসামীরা আদালত থেকে জামিনে নিয়েছে। আমরা অভিযুক্ত কোন আসামীকে বাহিরে থাকতে দেব না।
প্রসঙ্গত, চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয় জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী জয়নাল আবেদীনকে। গত (২৪ এপ্রিল) বুধবার রাতে এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুকের কাছে ২২ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে আদালত জয়নাল আবেদীনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
অন্যদিকে, গত ১৮ এপ্রিল শহরের পাইকপাড়া এলাকা থেকে বন্দর থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় নাসিকের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুকে গ্রেফতার করে পুলিশ।
আব্দুল করিম বাবু মামলার বাদি হাসানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ডিস ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন। ওই ঘটনার পর গেল মাসের ২৩ তারিখে হাসান বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন বাবুকে প্রধান আসামী করে। এতে আব্দুল করিম বাবু আরো বেপোরোয়া হয়ে সোনাকান্দা, আলীনগর এলাকায় বাবু তার বাহিনীর মাধ্যমে নদীর তলদেশ দিয়ে ডিস লাইন সংযোগ স্থাপনের কাজ শুরু করে। এ অবস্থায় ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অপরদিকে, গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার ফতুল্লার ভূইগড়ের রূপায়ন টাউন এলাকায় চাদাঁ দাবীকে কেন্দ্র করে নাজিম উদ্দিন বাহিনীর ক্যাডারা হত্যা হামলা করে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যপক আব্দুস সালাম আজাদসহ তার পরিবারের উপর। এসময় আরো আহত কয়েকজন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ভূইগড় রূপায়ন টাউনের ফ্ল্যাট মালিক আবু সাঈদ পাটোয়ারী বাদী হয়ে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করা হয়। এছাড়া আশরাফ সিদ্দিকী ১১ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে আসামী করেছেন ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া আশার সিদ্দিকী নামে আরেকজন বাসিন্দা আরও একটি মামলা দায়ের করেন। রূপায়ন টাউনে হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।