নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও শেখ হাসিনার কর্মী আওয়ামীলীগ কোন শক্তির উপর ভর করে রাজনীতি করে না। দ্বন্দ্ব-বিভেদ
থাকলেও নিজের শক্তির উপর ভরসা করেই আওয়ামীলীগ রাজনীতি করে। শামীম ওসমান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জে রাজাকার যুদ্ধাপরাধীদের প্রবেশ করতে দিব না ঘোষণা দিয়েছিলাম। সে কারণেই ২০০১ সালের ১৬ জুন আমাদের উপর বোমা হামলা হয়েছে। এর বিচার হয় নাই। আদৌ পাবো কি না জানি না। আবার বোমা হামলা হবে কী না সেটাও জানি না।
তিনি বলেন, ৭৫’এর পরে আমরা যারা রাজনীতি করতে এসেছি, কোন চাওয়া পাওয়ার রাজনীতি করতে আসিনি আর আমি ধান্ধাবাজ না। আমরা রাজনীতিতে এসেছিলাম জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে। আমার সেই চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। তবে পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসবে দেশের অর্থনীতির মুক্তির জন্য এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।
স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, তারা যে কোন সময় ছোবল মারবে। তারা দলের ভেতরে থাকা দ্বিমুখী। সকালে আওয়ামীলীগ বিকালে জামাত লোকদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান।