নবকুমার:
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে রাজধানীতে বহুমুখী পাটজাত পণ্যের মেলার আয়োজন করেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) । বুধবার মেলা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী মেলার শেষ দিন বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন। তিনি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছেন।
আজ সকালে মন্ত্রী মেলায় পৌছালে তাকে পাটের তৈরী নৌকা উপহার দিয়ে বরণ করে নেন বিক্রেতারা।
গোলাম দস্তগীর গাজী মেলা আয়োজনের জন্য জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার কে ধন্যবাদ জানিয়ে বলেন, পাটজাত পণ্যের প্রচার বৃদ্ধি করতে হবে। জনগণ পাট পণ্যের প্রতি যথেষ্ট আন্তরিক রয়েছে। যুগের চাহিদা অনুযায়ী পাট পণ্যের ডিজাইন বৃদ্ধি করতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা পাট শিল্পকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই পাট শিল্প হারানো গৌরব ফিরে পাবে।
তিনি বলেন, প্লাস্টিক পণ্যের কুফল জনগণ বুঝতে পারছে। সারা বিশ্বে প্লাস্টিক পণ্য বর্জন করছে। সরকার পাটের নুতন নতুন বাজার সৃষ্টির লক্ষে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব রীনা পারভীন, মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক সহ অনেকে।