আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেড়া-সাথিয়াসহ পাবনার রাজাকার এমপি প্রার্থীদের তালিকা

নবকুমার:

বেড়া – সাথিয়া উপজেলা সহ পাবনা জেলার ৩২ জন  রাজাকার এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে রোববার (১৫ ডিসেম্বর) প্রথম ধাপে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।  মুক্তিযুদ্ধের সময় তারা জাতীয় সংসদের উপনির্বাচনে পাকিস্তানপন্থী দলের মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছিলেন।  পাবনা থেকে মুক্তিযুদ্ধের সময় যে ৩২ জন রাজাকার মনোনয়ন চেয়ে ছিলেন তারা হলেন:- ৩০. মোঃ আব্দুল খালেক, গ্রাম- এবং পোস্ট- ভাটপেরি, জেলা-পাবনা (পিডিপি)

৩১. ইয়াকুব মন্ডল, গ্রাম-চর বোর্দ্ধুল, পোস্ট. পাইকসা, পাবনা, স্বতন্ত্র।

৩২. এম.এ মতিন, গ্রাম ও পোঃ-শোহাগপুর, থানা.বলকুচাই, পাবনা, পিএমএল (কনভেনশন)

৩৩. মুন্সী এ লতিফ (আইএনডি), পিতা- মরহুম মুন্সী বেলায়েত হসিন, গ্রাম-ব্রিনানডিয়ারা, থানা-বেরা, পাবনা।

৩৪. সৈয়দ আসগর হোসেন জায়েদী (পিএমএলকিউ), পিতা সিড মর্তুজা হোসেন যায়দী, গ্রাম-গোপালপুর -২, পাবনা।

৩৫. রিয়াজউদ্দিন মিয়া (ভারত), পিতা বালাজউদ্দিনের গোবিন্দপুর, থানা-সুজনগর, পাবনা।

৩৬. এস এম আবদুর রাজ্জাক @ রাজা মিয়া (ভারত), পিতালিয়েট ডঃ জালালউদ্দিন আহমেদ, গ্রাম-জোড়াদহ, থানা-বেড়া, পাবনা।

৩৭. আবদুস শাবাহান (জেআই), পিতা নাইমুদ্দিন আহমেদ দিল্লপুর, থানা ও জেলা-পাবনা।

১৪৬. সৈয়দ আসাদুদ-দোলা শিরাজে সরজি রোড, সিরাজগঞ্জ, জেলা-পাবনা।

১৪৭. ময়েজউদ্দিন হামিদী, গ্রাম-খুকসিয়া, পোস্ট এবং থানা-কাজিপুর, পাবনা

১৪৮. লুৎফর রহমান, গ্রাম-সাউথটোলা, পোস্ট এবং থানাকাজীপুর, জেলা-পাবনা।

১৪৯. এস মজিবুর রহমান, গ্রাম-জাগোতগতি, পোস্ট এবং থানা-শিয়ালকোলা, জেলা-পাবনা।

১৫০. গোলাম আজম তালুকদার, বাজার স্টেশন লেন, (মুক্তারপাড়া), পোস্ট এবং থানা-সিরাজগঞ্জ, জেলা-পাবনা।

১৫১. মোঃ তোফেজাল হোসেন, স্টেশন লেন (মুতারপাড়া), পোস্ট এবং থানা- সেরাজগঞ্জ, জেলা-পাবনা।

১৫২. মোঃ কর্বার আলী, সেন্ট্রাল রোড, লালবাগ, থানাডিচাকা সদর দাখিন।

১৫৩. মোমতাজউদ্দিন সরকার, গ্রাম-বনবাড়ি, পৌল্লাপাড়া, জেলা-পাবনা।

১৫৪. তোফাজুল হোসেন খান, গ্রাম-নেয়ারগাছা, পোস্ট এবং থানা-উল্লাপাড়া, জেলা-পাবনা।

১৫৫. মোঃ আব্দুল মজিদ, গ্রাম-দিলালপুর -২, জেলা পাবনা।

১৫৬. আব্দুল হালিম, গ্রাম-চোরোপাড়া, পোস্ট এবং থানাএস শাহজাদপুর, জেলা-পাবনা।

১৫৭. মৌলভি আলতাফ হোসেন, গ্রাম-আদাচাকি, থানা বালকুচি, জেলা-পাবনা।

১৫৮. মাওলানা সাইফুদ্দিন ইয়াহইম, গ্রামিড়গড়পাড়া, পোস্ট এবং থানা-শাহজাদপুর, জেলা-পাবনা।

১৫৯. এম মোফাজ্জল আলী (সিএমএল), পিতা মোগরব আলী, গ্রাম- সাধুপাড়া-তৃতীয়, থানা এবং জেলা-পাবনা।

১৬০. আলী আহমেদ সরকার, পিতা যাদু সরকার, গ্রামসন্ধাহা, থানা-সাঁথিয়া, পাবনা।

১১১. আবদুর রহিম (ভারত), পিতা কাসিম উদ্দিন, গ্রামডানডাহা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।

১৬২. ফজলুর হক (আইএনডি), পিতা শাহাদাত হোসেন, থানা-বেরা, জেলা-পাবনা।

১৬৩. ফজলুর হক সিদ্দিক, পিতা-খবির উদ্দিন, গ্রাম-মধুপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।

১৬৪. মাওলানা জেড শেফুদ্দিন ইয়াহিয়া, (সিএমএল), পিতা- এল.আব্দুল হামিদ খান, দাগাপাড়ার মজলিস, থানা-শাহাজাদপুর, জেলা-পাবনা।

১৬৬. মোঃ খুদা বক্সা কান (জেআই), পিতা হাজী পাঞ্জাব আলী খান, গ্রাম-পাতিলাখালী, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।

১৬৭. রহমতউল্লাহ, (ভারত), পিতা-মোহাম্মদ কাজিম, গ্রাম-ফতেহ মহম্মদপুর, নতুন কলোনি, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।

১৬৮. খলিল (ভারত), পিতা মীর জাফর কান, গ্রামফতেহ মোহাম্মদপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।

১৬৯. নাসির আহম্মেদ খান, (ভারত), পিতা হাজী শাহরিয়ার খান, গ্রাম-ফেথ মোহাম্মদপুর, থানাআইশুরদী, জেলা-পাবনা।

১৭০. ইসহাক (এনআই), পিতা আলহাজ্ব রোস্তম আলী, গ্রাম-মধুপুর, থানা এবং জেলা-পাবনা।